আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে কমেছে তিন নদীর পানি, বেড়েছে কুশিয়ারায়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৭ ১৮:০০:২২

পানিসীমা পরিমাপক। ফাইল ছবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক :: টানা বৃষ্টিতে সিলেটে বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে শুরু করেছিল। এর মধ্যে সারি নদীর পানি পেরিয়ে গিয়েছিল বিপদসীমা। তবে আজ বুধবার সিলেটের তিনটি নদীর পানি কমতে শুরু করেছে। তবে কুশিয়ারা নদীর পানি বাড়ছে।

সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে নদীর পানিসীমার এই তথ্য পাওয়া গেছে।

পাউবো জানায়, সুরমা নদীর পানি কানাইঘাট এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ছিল ৯.৬৩ মিটার। এরপর বাড়তে থাকে পানি। আজ দুপুর ১২টায় সুরমার পানি কানাইঘাট পয়েন্টে ১১.২৩ মিটার দাঁড়ায়। তবে বিকাল ৩টায় পানি কিছুটা কমে ১১.০৭ মিটারে দাঁড়িয়েছে।

সিলেটের জৈন্তাপুরের সারি নদীর পানি গতকাল সন্ধ্যা ৬টায় বিপদসীমার ০.১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল (১২.৪৫ মিটার)। তবে এ নদীর পানি কমছে। আজ বিকাল ৩টার রেকর্ড অনুসারে সারি নদীর পানি বিপদসীমার নিচে (১২.০৫ মিটার) ছিল।

পানি কমেছে কানাইঘাটের লোভা নদীতেও। গতকাল সন্ধ্যা ৬টায় লোভায় পানি ছিল ১১.৯৫ মিটার। আজ বিকাল ৩টায় পানিসীমা দাঁড়িয়েছে ১১.৭৫ মিটার।

এদিকে, কুশিয়ারা নদীর পানি বেড়েছে কয়েকটি পয়েন্টে। আমলশিদ পয়েন্টে গতকাল সন্ধ্যা ৬টায় কুশিয়ারার পানি ছিল ৯.৩১ মিটার। আজ বিকাল ৩টায় পানিসীমা ছিল ১০.৮০ মিটার। শেওলা পয়েন্টে কুশিয়ারার পানি গতকাল ছিল ৫.৪৯ মিটার। আজ বিকাল ৩টারে রেকর্ড বলছে, পানি ছিল ৬.৭৮ মিটার।

আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেটে বৃষ্টি ঝরতে থাকবে। জুনের প্রথম দিকে বৃষ্টির বেগ বাড়তে শুরু করবে। এছাড়া ভারতের মেঘালয়ে টানা ভারি বৃষ্টি হওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়বে সিলেট অঞ্চলে। ফলে দেখা দিতে পারে বন্যা।

সিলেটভিউ২৪ডটকম/২৭ মে ২০২০/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন