আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

রবিবার থেকে সিলেট রুটে চলবে দু’টি ট্রেন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৯ ০২:২৬:০৯

সিলেটভিউ ডেস্ক :: করোনা সংক্রমণ রোধে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ৩১ মে থেকে সীমিত পরিসরে পরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বল্প যাত্রী নিয়ে কঠোর স্বাস্থ্যবিধি মেনে বাস, লঞ্চ ও রেল চলাচল করবে। এজন্য এর আগে জাতীয় কমিটির মাধ্যমে স্বাস্থ্যবিধি প্রণয়ন করা হয়েছে। এ অবস্থায় সরকারের সব নির্দেশনা মেনে ট্রেন পরিচালনায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এরই মধ্যে কোন রুটে কয়টি ট্রেন চলবে তার রোডম্যাপ তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এক সিটে যাত্রী ও এক সিট খালি এই নিয়মে আগামী দু’সপ্তাহের জন্য অনলাইনে ট্রেনের টিকিট বিক্রির ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, দুটি গ্রুপে ভাগ করে ট্রেন পরিচালনা করা হবে। এরমধ্যে প্রথমে ‘ক’ গ্রুপে রাখা ট্রেনগুলো ৩১ মে থেকে পরিচালনা করা হবে।

এরমধ্যে সিলেট রুটের দুইটি ট্রেন চালু হবে। রবিবার থেকে সিলেট-ঢাকা-সিলেট রুটে চলবে কালনী এক্সপ্রেস এবং সিলেট-চট্টগ্রাম রুটে চলবে পাহাড়িকা এক্সপ্রেস। পাহাড়িকা চট্টগ্রাম থেকে ফিরবে উদয়ন এক্সপ্রেস হয়ে।

‘খ’ গ্রুপে রাখা ট্রেনগুলো ৩ জুন থেকে পরিচালনা করা হলেও এই গ্রুপে নেই সিলেট রুটে যাতায়াতকারী কোন ট্রেন।

সিলেটভিউ২৪ডটকম/২৯ মে ২০২০/ডেস্ক/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন