আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন ইউএনও সাকিব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৯ ১৯:১০:১৫

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: গত কয়েক ধরে টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় গোয়াইনঘাট উপজেলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব।

শুক্রবার সকাল থেকে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া গ্রামে এলজিইডির নির্মিত সড়ক পরিদর্শন করেন।

এছাড়া পশ্চিম জাফলং ইউনিয়ন, আলীরগাওঁ ইউনিয়ন ও পূর্ব জাফলং ইউনিয়নের এলজিইডির নির্মিত সড়ক পরিদর্শনের পাশাপাশি আসাম পাড়া হাওরের বেড়িবাঁধ, বাউরভাগ, বাংলা বাজারসহ পূর্ব জাফলং ইউনিয়নের বেশকটি বেড়িবাঁধ ও এলজিইডির নির্মিত ও নির্মানাধীন বিভিন্ন সড়ক পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা সদর ভূমি উপ সহকারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

এব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলজিইডির নির্মিত সড়ক গুলো দ্রুততম সময়ের ভিতরে সংস্কার করার জন্য কতৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি চলতি বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত গোয়াইনঘাট-রাধানগর সড়কটি দ্রুত সংস্কার করার জন্য সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে এলজিইডি কতৃপক্ষকে বলা হয়েছে।

বেড়িবাঁধ সংস্কারের জন্য সিলেট পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/২৯ মে ২০২০/এমএএম/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন