আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

সিলেটভিউর সংবাদ: সিদ্ধান্ত থেকে সরে দাড়াল বাংলাদেশ ব্যাংক স্কুল!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-৩০ ০০:৩৬:৪৩

নিজস্ব প্রতিবেদক :: সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ডেকেছিল সিলেট নগরীর উপশহর এলাকার বাংলাদেশ ব্যাংক স্কুল। রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজে অষ্টম শ্রেণির শতাধিক শিক্ষার্থীকে ৩০ মে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য বলা হয়।

এ নিয়ে শুক্রবার সকালে সিলেটভিউ২৪ডটকম-এ ‘ সরকারি নির্দেশনা অমান্য করছে উপশহরের বাংলাদেশ ব্যাংক স্কুল!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ প্রকাশের পর এমন সিদ্ধান্ত থেকে সরে দাড়িয়েছে স্কুল কর্তৃপক্ষ।

শুক্রবার রাতে বাংলাদেশ ব্যাংক স্কুলের প্রধান শিক্ষক আবদুল হাশেম এক ফেসবুক পোস্টের মাধ্যমে সিদ্ধান্ত স্থগিতের বিষয়টি জানান।

এতে তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশ ব্যাংক স্কুল, সিলেটের ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের স্কুলে আসার প্রয়োজন নেই। পরবর্তীতে রেজিস্ট্রেশন কার্যক্রমের তারিখ জানানো হবে। সচেতন হোন, ঘরে থাকুন, সুস্থ থাকুন।’

এদিকে, বর্তমানে করোনা পরিস্থিতিতে একসাথে শতাধিক শিক্ষার্থীর জড়ো হওয়া নিয়ে উদ্বিগ্ন ছিলেন অভিভাবকরা। তবে, এ সিদ্ধান্ত স্থগিত করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকন্ঠা দুর হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/৩০ মে ২০২০/পিডি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন