আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

করোনা: সিলেটে হাসপাতালে রোগী অর্ধশত ছুঁই ছুঁই

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-৩১ ২০:১৯:০২

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছেই। সিলেট বিভাগে বর্তমানে ৯৪৭ জন করোনা রোগী রয়েছেন। এসব রোগীদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন ৪৯ জন।

এমন তথ্য সিলেটভিউকে জানিয়েছেন শামসুদ্দিন হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র।

আজ রবিবার সন্ধ্যায় তিনি জানান, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বর্তমানে ৬১ জন রোগী ভর্তি আছেন। তন্মধ্যে ৪৯ জনই করোনায় আক্রান্ত। আর বাকি ১২ জন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি।

সুশান্ত আরো জানান, আক্রান্ত রোগীদের মধ্যে অন্তত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সিলেট সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমানও রয়েছেন। আজ রবিবার বিকালে তিনি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাকে কেবিনে রেখে অক্সিজেন প্রদান করা হচ্ছে। তবে তিনি ৭-৮ দিন আগে করোনা নেগেটিভ হয়েছিলেন নমুনা পরীক্ষায়। এখন আবার তার করোনা পরীক্ষা করা হবে।

এছাড়া ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদও শামসুদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি করোনা পজিটিভ। তার অবস্থা উন্নতির দিকে।

সিলেটভিউ২৪ডটকম/৩১ মে ২০২০/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন