আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

জৈন্তাপুরে সংবাদকর্মী, শিশুসহ আরও ৭ জন করোনায় আক্রান্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০১ ১১:২৫:৩৪

মো. হানিফ, জৈন্তাপুর :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় নভেল করোনা ভাইরাসে সংবাদকর্মী, শিশুসহ নতুন করে আরও ৭ জন আক্রান্ত হয়েছে৷ যত দিন গড়িয়ে যাচ্ছে ততই করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে৷

এদিকে আক্রান্তের খবর ছড়িয়ে পড়ায় উপজেলার সচেতন নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে৷ উপজেলায় নতুন করে আক্রান্ত হয়েছে যারা হচ্ছেন করোনায় মারা যাওয়া ইউপি সচিব আবুল হোসেনের স্ত্রী নিজপাট ইউনিয়নের যশপুর গ্রামের বাসিন্দা ইমরানা বেগম, ১৯ মাসের শিশু সন্তান হাসান আহমদ আদিল এবং ছোট ভাই মো. কামরুল ইসলাম৷

এছাড়া জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র প্রধান অফিস সহকারি আলী আকবর, উপজেলার চারিকাটা ইউনিয়নের রামপ্রসাদ গ্রামের বাসিন্দা মো. সাজ উদ্দিন, দরবস্ত ইউনিয়নের মানিকপাড়া গ্রামের মো. আতিকুল হক, দরবস্ত ইউনিয়নের পাকড়ী গ্রামের জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক রাসেল আহমদ মাহফুজ৷

এ তথ্য নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আমিনুল হক সরকার।

এ নিয়ে জৈন্তাপুর উপজেলায় নবেল করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ২৫ জন, তার মধ্যে ১ জন সুস্থ হয়েছেন এবং ১ জন মৃত্যুবরণ করেছে৷ অন্যরা বিভিন্নস্থানে চিকিৎসাধীন রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১ জুন ২০২০/এমএইচ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন