আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

খাদিম নগরে যুবকের মৃত্যুর ঘটনায় নারী গ্রেফতার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০১ ২২:০০:০৫

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের সাহেব বাজার এলাকায় বিবাদমান দু’পক্ষের ঝামেলা নিষ্পত্তি করতে গিয়ে হামলায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় পুলিশ এক নারীকে  গ্রেফতার করেছে। তার নাম সুজিনা বেগম। সে ওই এলাকার ফরিংউড়া গ্রামের ইলিয়াছ আলীর স্ত্রী।

জানা গেছে, খাদিম নগর ইউনিয়নের সাহেব বাজার এলাকায় ফরিংউড়া গ্রামের সিরাজের ছেলে হুছন ও শমসুলের ছেলে ইলিয়াসের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে রবিবার দুপুরে ঝামেলা হয়। এই ঝামেলা নিষ্পত্তি করতে আল আমিনকে নিয়ে যান হুছন। এসময় ইলিয়াসের পক্ষ তাদের উপর হামলা চালালে ছুরিকাঘাতে গুরুতর আহত হন আল আমিন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা  হয়েছে। মামলা নং মামলা নং ০২। মামলায় ১০/১২জনকে আসামি করা হয়েছে। এয়ারপোর্ট থানার কালাগুল পুলিশ ক্যাম্পের ইনচার্জ খাইরুল বাশার জানান , ইলিয়াছ আলীর স্ত্রী সুজিনা বেগমকে গ্রেফতার করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১ জুন ২০২০/ইদ্রিছ/ জুনেদ





শেয়ার করুন

আপনার মতামত দিন