আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

‘ব্যবসায়ী খোকার করুন মৃত্যুতে সিলেটবাসীর মর্মাহত’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৬ ১৯:৩১:২৪

সিলেট :: বন্দরবাজারে আর এল ইলেকট্রনিকের সত্বাধিকারী ইকবাল হোসেন খোকা চিকিৎসা সেবা না পেয়ে মর্মান্তিক মৃত্যুবরণের ঘটনায় গভীর উদ্বেগ উৎকন্ঠা ও তিব্র নিন্দা জানিয়েছে ‌‘দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম সিলেট’।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি নাছির উদ্দীন এডভোকেট ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন এক বিবৃতিতে শুক্রবার গভীর উদ্বেগ উৎকন্ঠা ও তিব্র নিন্দা জ্ঞাপন করেন।

তারা বলেন, কোভিড-১৯ শুরুতে চিকিৎসা সেবা দিতে গিয়ে দেশের প্রথম শহীদ খ্যাতিমান চিকিৎসক  ডা. মঈন উদ্দিন আক্রান্ত হয়ে করুণ মৃত্যু বরণের রেশ না কাটতেই আরেকটি ন্যাক্কারজনক ঘটনা সিলেটবাসীকে দেখতে হল। সংশ্লিষ্ট প্রশানন এর দায় এড়াতে পারে না। এদের কারণে পররাষ্ট্রমন্ত্রীসহ বর্তমান সরকারের করোনা ভাইরাস প্রতিরোধের কর্মসূচি আজ প্রশ্নের সমমুখীন। দেশের  কোভিড-১৯ আক্রান্তে প্রথম শাহাদাত বরণকারী ডা. মঈন উদ্দিন, ব্যবসায়ী খোকার মৃত্যুর অভিযোগে অভিযুক্তকারী ও প্রতিষ্ঠানদের বিরুদ্ধে ডায়রেক এক্যাশন দেশবাসী দেখতে চায়। অন্যথায় জনরুশ থেকে কেউ রেহাই পাবেন না।

অপর এক বিবৃতিতে সিলেটের আশিকে আওয়ামী লীগ গণজনদরদি, জনতার কণ্ঠসর মনজু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ মরহুমদের রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


সিলেটভিউ২৪ডটকম/০৬ জুন ২০২০/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন