আজ বুধবার, ০৮ মে ২০২৪ ইং

ওসমানীর ল্যাবে করোনা শনাক্ত আরো ৫৩ জনের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৩ ২২:১৫:০১

নিজস্ব প্রতিবেদক :: সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে আরও ৫৩ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই সিলেট জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে একাধিক চিকিৎসক রয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে দৈনিক নমুনা পরীক্ষা শেষে ৫৩ জনের শরীরে  করোনা ভাইরাস শনাক্ত হয়।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেটভিউকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সবচে বেশি রয়েছেন সিলেট মহানগর ও সদর উপজেলার বাসিন্দা। এছাড়াও সুনামগঞ্জ জেলার ৬ ও মৌলভীবাজার জেলার ১ একজন রয়েছেন আক্রান্তদের তালিকায়।

এছাড়া করোনায় আক্রান্তদের মধ্যে নাম রয়েছে বিএনপি\'র কেন্দ্রীয় নেতা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি প্রবীন নেতা এমএ হকের। আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয় বৃহস্পতিবার।

এদিকে শুক্রবার (৩ জুলাই) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ল্যাবে আরো ৩৬ করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জের ৩২ জন আর সিলেটের ৪ জন রয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/৩ জুলাই ২০২০/আরআইকে/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন