আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

করোনা: হবিগঞ্জে আক্রান্ত আরো ৩৭, সিলেটজুড়ে ৫০৭৭

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৪ ১৮:০৬:৩৮

জ্যেষ্ঠ প্রতিবেদক :: হবিগঞ্জ জেলায় নতুন করে ৩৭ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। আজ শনিবার ঢাকা থেকে তাদের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭৭ জনে।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল ৩৭ জন আক্রান্তের তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদরের ১৬ জন, নবীগঞ্জ উপজেলায় ৫, বানিয়াচংয়ে ৫ জন, চুনারুঘাটে ৫ জন, বাহুবলে ৫ জন ও মাধবপুর উপজেলায় ১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে এখন করোনাক্রান্তের সংখ্যা ৫০৭৭ জন।

এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৭৩৪ জন, সুনামগঞ্জে ১০৬২ জন, মৌলভীবাজারে ৫২২ জন ও হবিগঞ্জে ৭৫৯ জন রোগী রয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/৪ জুলাই ২০২০/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন