আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

কোম্পানীগঞ্জে নৌপথে চাঁদাবাজিকালে ৫ জন আটক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৬ ২১:৫১:৫৭

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: কোম্পানীগঞ্জ উপজেলার চেঙ্গেরখাল নদীতে বালু বোঝাই নৌকা থেকে চাঁদাবাজিকালে ৫ জনকে আটক করাব হয়েছে। 

সোমবার (৬ জুলাই) বেলা ২ টায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন ছাতক উপজেলার  মাধবপুর গ্রামের মৃত জামসেদ আলীর ছেলে মো. সেলিম আহমদ (২৫) ও আব্দুল কাইয়ুমের ছেলে জুয়েল (২৫), তাতীকোনা গ্রামের আবাছ আলীর ছেলে সমুজ আলী (৩২), চারেরবন গ্রামের ময়না মিয়ার ছেলে লায়েক মিয়া (৪০), চড়ারপার গ্রামের জালাল উদ্দীনের ছেলে ফরহাদ মিয়া (২৬)।

কোম্পানীগঞ্জ থানার নবাগত ওসি কে এম নজরুলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় উপজেলার পারকুলের চেঙ্গেরখাল নদীতে চাঁদা আদায়কালে তাদের গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, নদীপথে চাঁদাবাজিকালে ৫ চাঁদাবাজকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, কোম্পানীগঞ্জ থানায় কেউ কোন অবৈধ কাজ করে পার পাবে না। গত ২ দিনে বিভিন্ন স্থানে অভযান চালিয়ে অবৈধ পাথর জব্দ করে ৩টি মামলা দায়ের করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ ৬ জুলাই ২০২০/ নোমান/ জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন