আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বিশিষ্ট নাগরিকদের মৃত্যুতে মেয়র আরিফের শোক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৭ ১৯:৫৩:০৫

সিলেট :: সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস এম আমজাদ হোসেন মাতা সৈয়দা সিরাজুন নাহার, শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্স নাসিমা পারভীন, ঐতিহ্যবাহি ব্যবসায়ী প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান নীলকন্ঠ রায়, সিলেট বিভাগ সিএনজি ওনার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, দৈনিক সিলেটের ডাক-এর মুদ্রণ ব্যবস্থাপক কানুলাল দেবনাথ, সাবেক ফুটবলার জাহেদুর রহমান নাহিদের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এক শোক বার্তায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মরহুমদের রুহের মাগফেরাত ও বিদেহীদের আত্মার শান্তি কামনা করেছেন। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত;  সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডেও সাবেক কাউন্সিলর এস এম আমজাদ হোসেন আমজাদের মাতা সৈয়দা সিরাজুন নাহার (৮০) বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন।

এদিকে, সিলেটের ঐতিহ্যবাহি ব্যবসায়ী প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান নীলকন্ঠ রায় পরলোকগমন করেছেন।  গত রোববার রাতে বার্ধক্যজনিত কারণে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  একই দিন রাতে সিলেটের বিশিষ্ট জালানী ব্যবসায়ী ও সিলেট বিভাগ সিএনজি ওনার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

দৈনিক সিলেটের ডাক-এর মুদ্রণ ব্যবস্থাপক কানুলাল দেবনাথ গত সোমবার কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দিন নগরীর শিবগঞ্জ এলাকার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা ও সাবেক কৃতি ফুটবলার জাহেদুর রহমান নাহিদ মৃত্যুবরণ করেন। ঐদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্স নাসিমা পারভীন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সিলেটভিউ২৪ডটকম/ ৭ জুলাই ২০২০/ প্রবি/ জুনেদ


শেয়ার করুন

আপনার মতামত দিন