আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদান পেল দুই প্রতিষ্ঠান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৮ ১৬:৪৫:৫৪

জ্যেষ্ঠ প্রতিবেদক :: বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদান খাত থেকে বিভিন্ন জেলার সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহকে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসেবে সিলেটে দুটি প্রতিষ্ঠান পেয়েছে এই অনুদান।

প্রতিষ্ঠান দুটি হলো- সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট এবং কেমুসাস ভাষাসৈনিক মতিন উদ্দীন আহমদ জাদুঘর।

আজ বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠান দুটিকে অনুদানের চেক প্রদান করা হয়। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদানের পরিমাণ জানানো হয়নি।


সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম অনুদানের চেক তুলে দেন কেমুসাস ভাষাসৈনিক মতিন উদ্দীন আহমদ জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার এবং সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের হাতে।

এ সময় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার শামমা লাবিবা অর্নব এসব তথ্য জানিয়ে বলেন, সিলেট জেলার সংস্কৃতিচর্চা ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে এমন কার্যক্রম ও উদ্যোগ অব্যাহত থাকবে।

সিলেটভিউ২৪ডটকম/৮ জুলাই ২০২০/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন