আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

সিলেট নগরীর উন্মুক্ত ৩ স্থানে বসছে কোরবানির পশুর হাট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৯ ২৩:৪৩:৫৯

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীতে আগামি ঈদুল আজহায় (কোরবানি ঈদে) তিনটি স্থানে পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষে পত্রিকায়  টেন্ডার আহবান করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

জানা গেছে, এবারের ঈদে সিলেট নগরীর উন্মুক্ত তিনটি স্থানে কোরবানির পশু বেচাকেনার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। এগুলো হলো- সিলেট এমসি কলেজ মাঠ, সিলেট আলিয়া মাদরাসা মাঠ ও দক্ষিণ সুরমার ট্রাক টার্মিনালে পাশের একটি জায়গা।   
 
প্রতি বছর কোরবানির ঈদে সিলেট নগরীর বেশ কয়েকটি জায়গায় বসানো হত কোরবানির হাট। করোনাভাইরাসের কারণে এবার সংশ্লিষ্টরা খুঁজতে থাকেন বড় পরিসরের কোন জায়গা। এক পর্যায়ে তারা বেছে নেন এমসি কলেজ মাঠ, সিলেট আলিয়া মাদরাসা মাঠ ও দক্ষিণ সুরমার ট্রাক টার্মিনালে পাশের একটি জায়গাকে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও অতিরিক্ত সচিব (ভারপ্রাপ্ত) ডা. জাহিদুল ইসলাম জানান, স্বাস্থ্য বিধি মেনে এই তিনটি জায়গায় কোরবানির পশু বেচাকেনার জন্য জেলা প্রশাসন অনুমতি দিয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইজারা দেয়ার জন্য টেন্ডার আহবান করা হয়েছে।  
 
সিলেটভিউ২৪ডটকম/ ৯ জুলাই ২০২০/ডিজেএস/ জুনেদ




শেয়ার করুন

আপনার মতামত দিন