আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১০ ০০:৩৬:০০

সিলেটভিউ ডেস্ক :: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন আর নেই। বৃহস্পতিবার ব্যাংকক স্থানীয় সময় রাত ১২টা ২৬ মিনিটে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।

এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণমানুষের নেত্রী সাহারা খাতুন পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় দেশ একজন বিশিষ্ট রাজনীতিবিদকে হারালো। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে যে শূণ্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।

শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ প্রেমিক সাহারা খাতুন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ধারক ও বাহক। তিনি সারা জীবন অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। এদেশের রাজনীতিতে তাঁর অবদান বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে।

সাহারা খাতুনকে নিয়ে স্মৃতিচারণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চমৎকার মানুষ ছিলেন সাহারা খাতুন। আমি যখন সৌদি আরবের রাষ্ট্রদূত ছিলাম তখন হজ করতে সেখানে গিয়েছিলেন সাহারা খাতুন। সেসময় আমি নিজে পাশে থেকে তার হজ পালনে সহায়তা করি।

সিলেটভিউ২৪ডটকম/১০ জুলাই ২০২০/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন