আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

ছাত্রদল নেতা সৈয়দ মিনহাজের বিরুদ্ধে মামলা, কাউন্সিলর শামীমের নিন্দা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১১ ০০:১৯:১৫

সিলেট :: সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য, ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ এমসি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার যুগ্ম আহবায়ক সৈয়দ মিনহাজের উপর করোনাকালে জকিগঞ্জ থানায় মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।

তিনি বলেন, করোনাকালে সারা পৃথিবীর মানুষ যখন মানবিক হচ্ছে তখনও আওয়ামী সরকার তাদের স্বভাব সুলভ মামলা হামলা অব্যাহত রেখেছে, যাহা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। ক্ষমতার অপব্যবহার করে এমনি একজন আওয়ামীলীগার জকিগঞ্জ থানায় মেধাবী ও নিরপরাধ ছাত্রদল নেতা সৈয়দ মিনহাজকে শিবির কর্মী ও তার পিতা স্কুল শিক্ষক ও স্থানীয় মসজিদের মোতাওয়াল্লী সৈয়দ জামাল উদ্দিনসহ মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে জামাত শিবির আখ্যায়িত করে ভুয়া ও কাল্পনিক মামলা দায়ের করে। ভুয়া মামলায় ছাত্রদল নেতা মিনহাজের পিতা সৈয়দ জামাল উদ্দিন সহ মসজিদ পরিচালনা কমিটির ৩ জন নেতৃবৃন্দকে জকিগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে জেলে প্রেরণ করে এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে তারা জামিনে মুক্তি পান। করোনাকালে প্রতিহিংসার বশবর্তী হয়ে ছাত্রদল নেতা সৈয়দ মিনহাজকে শিবির কর্মী ও তার পিতা স্কুল শিক্ষক ও মসজিদের মোতাওয়াল্লী সৈয়দ জামাল উদ্দিনকে জামাত শিবির আখ্যায়িত করে ভুয়া মামলা দায়েরের মাধ্যমে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই বানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

সিলেটভিউ২৪ডটকম/১১ জুলাই ২০২০/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন