আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

‘বালাগঞ্জে কুশিয়ারা নদীতে হবে নৌবন্দর’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১১ ২০:৫৯:০৯

সিলেট :: বালাগঞ্জে কুশিয়ারা নদীতে নৌবন্দর স্থাপন করা হবে। এ বিষয়ে গেজেটও প্রকাশিত হয়েছে।

এমনটাই জানিয়েছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। শনিবার বালাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে নগদ অর্থ, ঐচ্ছিক ভাতা, মসজিদ ও মন্দির আর্থিক অনুদান প্রদান, ঢেউটিন ও ফলদ, বনজ, ঔষধি বৃক্ষ চারা বিতরণ এবং স্কুলের ডেস্ক, বেঞ্চ বিতরণকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘আমার ডিও লেটারের মাধ্যমে বালাগঞ্জে কুশিয়ারা নদীতে নৌবন্দর স্থাপন করা হবে। গত ২৮ জুন এ বিষয়ে গেজেটও প্রকাশিত হয়েছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের যেকোন দুর্যোগময় পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি জনগণের চাহিদা পূরণে সক্ষম হয়েছে। বর্তমান করোনা ভাইরাস প্রাদুর্ভাব বিস্তার ঠেকাতে সব ধরনের ব্যাবস্থা নেয়া হয়েছে। করোনা ভাইরাসের কারণে সমাজের সকল শ্রেণীর মানুষের সমস্যা সমাধানকল্পে বহুমুখী কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার।’

উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুস্তাকুর রহমান মফুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মতিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রিতি ভূষন দাস , উপজেলা মৎস কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল।

সিলেটভিউ২৪ডটকম/১১ জুলাই ২০২০/ প্রেবি/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন