আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

এমন সেঞ্চুরি চায়নি সিলেট!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১২ ১৮:৪০:২২

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সাধারণভাবে সেঞ্চুরি শব্দটি শুনলেই জনমানসে প্রথমেই যে উচ্ছ্বসিত প্রশ্নটি উঁকি দেয়, সেটি হলো ‘কোন ব্যাটসম্যান সেঞ্চুরি করলেন?’। ক্রিকেটের সাথে সেঞ্চুরির ঘনিষ্ঠ সম্পর্ক। ব্যাটসম্যান রানের সেঞ্চুরি করেন, বোলার উইকেটের। ফুটবলেও গোলের সেঞ্চুরি করেন কেউ কেউ।

স্পষ্টত, সেঞ্চুরির সাথে আনন্দযোগ আছে। কিন্তু কিছু কিছু সেঞ্চুরিতে আনন্দ তো নেই-ই, থাকে পুরোটাই দুঃখগাথা।

এমনই এক বিষাদের সেঞ্চুরি স্পর্শ করেছে সিলেট বিভাগ। করোনায় এ বিভাগে মৃত্যুর সংখ্যা একশ’ ছাড়িয়ে গেছে! এমন সেঞ্চুরি দুঃস্বপ্নের ঘোরেও হয়তো চাননি সিলেটের মানুষ।

গেল ৫ এপ্রিল সিলেট বিভাগের মধ্যে করোনাক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হন। সিলেট নগরীর হাউজিং এস্টেটের বাসিন্দা ডা. মঈন উদ্দিন ওই দিন আক্রান্ত হিসেবে শনাক্ত হন। তিনি ১৫ এপ্রিল মারা যান ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতকে।

তবে সিলেটে করোনায় মারা যাওয়া প্রথম ব্যক্তি মৌলভীবাজারের রাজনগর উপজেলার গ্রামীণ হাটের সাঞ্চু মিয়া নামের এক ব্যবসায়ী। ৪ এপ্রিল করোনার উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন তিনি। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখা যায় তিনি আক্রান্ত ছিলেন।

আজ রবিবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে, সিলেট বিভাগের চার জেলায় মারা গেছেন ১০১ জন। এর মধ্যে মৃত্যুতে অপ্রতিদ্বন্দ্বী সিলেট জেলা! এ জেলায় মারা গেছেন ৭৮ জন।

সুনামগঞ্জে ৯ জন, মৌলভীবাজারে ৮ জন ও হবিগঞ্জে ৬ জন মারা গেছেন।

করোনায় এই মৃত্যুর যাত্রা শেষ হবে কবে, কেউ জানে না।

সিলেটভিউ২৪ডটকম/১২ জুলাই ২০২০/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন