আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

করোনা দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: ময়মনসিংহে নাদেল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১৪ ০০:০৫:৩৯

সিলেট :: আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, করোনা মহামারির কারণে দেশ এক কঠিন সময় পার করছে। এই দুঃসময়ে সরকারের পাশাপাশি বিত্তবানদের মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে। এটাই এখন বেশি প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টায় করোনা দুর্যোগ মোকাবিলা সম্ভব হবে।

তিনি বলেন, ‘জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপদগ্রস্ত মানুষের পাশে রয়েছেন। করোনা দুর্যোগে বিপর্যস্ত মানুষকে ভালো রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের সুফল ইতোমধ্যে দেশের গরিব-অসহায় মানুষের ঘরে পৌঁছেছে।’

শফিউল আলম চৌধুরী নাদেল ররিবার ময়মনসিংহের ভালুকায় আওয়ামী লীগ নেতা মো. কবির হোসেন সরকারের মেয়ে জেবা সরকারের জন্মদিন উপলক্ষে দুস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. জোবায়ের হোসেন ধারা, ভালুকা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও সঙ্গীত শিল্পী মুজিব পরদেশী।

সিলেটভিউ২৪ডটকম/১৪ জুলাই ২০২০/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন