আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে করোনায় মৃত ব্যক্তির দাফন করলো পুলিশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১৪ ১৬:৫০:১৩

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেটে করোনায় মারা যাওয়া এক বৃদ্ধের লাশের দাফন কার্য সম্পন্ন করেছে পুলিশ। পরিবারের লোকজনদের উপস্থিতিতে আজ মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে ইস্কন্দর আলী (৬৫) নামের ওই বৃদ্ধের লাশ দাফন করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ইস্কন্দর আলী গোয়াইনাঘাট উপজেলার জাফলংয়ের পশ্চির লাখেরপাড়ের মৃত মোবারক আলীর ছেলে। তিনি ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। কয়েকদিন পূর্বে তিনি চিকিৎসার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। করোনা শনাক্তকরণ পরীক্ষায় গত রবিবার তিনি আক্রান্ত হিসেবে শনাক্ত হন। পরে গতকাল সোমবার রাত ১০টার দিকে মারা যান।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান সিলেটভিউকে জানান, আজ মঙ্গলবার পশ্চিম লাখেরপাড় জামে মসজিদে এসআই আবুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশের উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ও নিরাপত্তা সুরক্ষাসামগ্রী পরিধান করে ইস্কনর আলীর জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা সোয়া ২টার দিকে পরিবারের লোকদের উপস্থিতিতে গোয়াইনঘাট থানা পুলিশ দাফন কাজ সম্পন্ন করে।

তিনি বলেন, ‘পুলিশের এমন মানবিক কাজ অব্যাহত থাকবে।’

সিলেটভিউ২৪ডটকম/১৪ জুলাই ২০২০/শাদিআচৌ/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন