আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত আরও ১৬ জন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০৩ ১৭:১১:৪৮

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হলেন আরও ১৬ জন। আজ সোমবার (৩ আগস্ট) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা ধরা পড়ে।

বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন শাবির জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক।

তিনি জানান,  সোমবার (৩ আগস্ট) শাবির ল্যাবে ৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। এই ৩৭টির ২৩টি সিলেটের ও ১৪টি সুনামগঞ্জের। ৩৭টি নমুনার মধ্যে ১৬টি রিপোর্ট পজিটিভ আসে।

মো. হাম্মাদুল হক জানান, নতুন শনাক্ত ১৬ জনের মধ্যে সিলেট জেলার ১১জন ও সুনামগঞ্জের ৫ জন। 


সিলেটভিউ২৪ডটকম / ৩ আগস্ট, ২০২০ / পিডি / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন