আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

চৌহাট্টায় বোমা সদৃশ্যবস্তু রাখা মোটরসাইকেলটি ট্রাফিক সার্জেন্টের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০৬ ০০:০১:২৫

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর চৌহাট্টায় বোমা সদৃশ্য কোন বস্তু রাখা মোটরসাইকেল মহানগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট চয়ন নাইডুর। মোটরসাইকেলে বোমাসদৃশ্য বস্তু দেখে বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৭টা থেকে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয় চৌহাট্টা এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে চয়ন নাইডু বলেন, পালসার মডেলের ব্যবহৃত মোটরসাইকেল নম্বর ঢাকা মেট্রো ১৪-৯২৭০। চৌহাট্টা এলাকা বুধবার (৫ আগস্ট) দায়িত্ব পালন করেন তিনি। ওই সময় তার মোটরসাইকেল সাথে ছিলো। সন্ধ্যার আগ মূহুর্তে তিনি চৌহাট্টা পয়েন্টে মোটরসাইকেল রেখে পার্শ্ববর্তী একটি চশমার দোকানে যান। সেখান থেকে ৭-৮ মিনিটের মধ্যে চশমা ক্রয় করে বেরিয়ে মোটরসাইকেলের পেছন দিকে বোমা সদৃশ্য বস্তু দেখতে পান।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার (গণমাধ্যম) বলেন, চৌহাট্টা পয়েন্টে রাখা মোটরসাইকেলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয় রয়েছে। বোমা বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/৬ আগস্ট ২০২০/পিটি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন