আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

ফেঞ্চুগঞ্জ পর্যটন কেন্দ্রে মাস্ক বিতরণ করলো ‘ক্লিন ফেঞ্চুগঞ্জ’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০৬ ২২:০৬:০৫

ফরিদ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র হাকালুকি হাওর জিরো পয়েন্ট ও হাওরদিঘী পয়েন্টে মাস্ক বিতরণ করেছে ফেঞ্চুগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন ফেঞ্চুগঞ্জ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল থেকে হাকালুকি হাওর জিরো পয়েন্ট এবং হাওরদিঘি পয়েন্টে বেড়াতে আসা শতশত পর্যটকদের মধ্যে মাস্ক বিতরণ করেন ক্লিন ফেঞ্চুগঞ্জের স্বেচ্ছাসেবকরা।

ক্লিন ফেঞ্চুগঞ্জের এডমিন পরিবেশ গবেষক নাইমুল ইসলাম নাইম জানান, করোনা ভাইরাসের কারনে সরকার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। কিন্তু এটা অনেকেই জানেন না আবার অনেকেই মানেন না। তাই জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষার জন্য এই কার্যক্রম।

তিনি আরো জানান, এই কার্যক্রমের জন্য মাস্ক সরবরাহ করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল কয়েস।

মাস্ক বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ক্লিন ফেঞ্চুগঞ্জের এডমিন ওয়াহিদুল ইসলাম দফাদার, জুবেল আহমদ এবং সাইফুর, রাহি, মোজাম্মেল প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/৬ আগস্ট ২০২০/ফরিদ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন