আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

জকিগঞ্জে ছাত্রদলের যুগ্ম আহবায়ক সিএনজি অটোরিকশা চালক!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-১৫ ২১:৪২:২১

আল হাছিব তাপাদার, জকিগঞ্জ :: সিলেটের জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদ্যঘোষিত আহবায়ক কমিটি নিয়ে চরম অসন্তোষ বিরাজ করছে। কমিটি প্রত্যাখান করে বাতিলের দাবিতে সংগঠনের বড় একটি অংশ বিক্ষোভ মিছিলসহ প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। একই সাথে তারা জেলা ছাত্রদলের ঘোষিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এ কমিটির অনুমোদন দেন। পরে অযোগ্য ও অছাত্রদের নিয়ে এবং ত্যাগীদের বাদ দিয়ে ওই কমিটি গঠন করার অভিযোগ তোলেন একই সংগঠনের বড় একটি অংশের নেতাকর্মীরা। এরপর উপজেলার বিভিন্নস্থানে ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীরা নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন চৌধুরীর পরিচালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অব্যাহত রেখেছেন। এ নিয়ে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনাও ঘটেছে।

প্রতিবাদ সভায় ছাত্রদল নেতাকর্মীরা কমিটি প্রত্যাখ্যান করে বলেন, দলের মাঝে কোন্দল সৃষ্টি করতে উদ্দেশ্যমূলকভাবে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদেরকে বাদ দিয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সিএনজি অটোরিকশা চালকসহ, অছাত্র ও সরকারি দলের অনুগতদের পদ দেওয়া হয়েছে। বিগত দিনে সরকারবিরোধী আন্দোলনসহ খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথের বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে যেসব নেতাকর্মী সক্রিয় থেকে হামলা-মামলার শিকার হয়ে নির্যাতিত হয়েছেন কমিটিতে তাদেরকে রাখা হয়নি। যাদেরকে দিয়ে কমিটি করা হয়েছে তাদের বিরুদ্ধে ধানের শীষের বিরোধিতাসহ নারী কেলেঙ্কারির নানা অভিযোগ রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ওই কমিটি বাদ দিয়ে ছাত্রদলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দিয়ে কমিটি গঠন করতে হবে। অন্যথায় আরো কঠোর আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।

স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, তৃণমূলের মতামত উপেক্ষা করে উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির আহবায়কের বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। কমিটিতে যুগ্ম আহবায়ক পদে সিএনজি অটোরিকশা চালককে স্থান দেয়া হয়েছে। এতে তৃণমূল নেতাকর্মীরা চরম হতাশ হয়েছেন। কেন্দ্রের কাছে নালিশ দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে বির্তকিত কমিটি বাতিল না করলে সংগঠনের বড় অংশের ত্যাগী নেতাকর্মীরা অভিমানে রাজনীতি থেকে নিষ্ক্রিয় হওয়ার ঘোষণা দিতে পারেন। কঠিন সিদ্ধান্ত গ্রহণের আগে অভিমানী নেতাকর্মীরা কিছুটা সময় নিচ্ছেন।

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাঈল হোসেন সেলিম বলেন, ‘ত্যাগীদের কমিটিতে স্থান দেয়া হয়নি। রাজপথে যারা নির্যাতিত হয়েছে তাদেরকে আহবায়ক কমিটিতে অবমূল্যায়ন করা হয়েছে। একপেশীভাবে এ কমিটি গঠন করার মাধ্যমে ছাত্রদলকে দুর্বল করার চক্রান্ত চলছে।’

উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল লেইস বলেন, ‘ছাত্রদলের প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। যাদেরকে নতুন কমিটিতে স্থান দেয়া হয়েছে তাদেরকে নেতাকর্মীরা চিনেনা। তৃণমূল ছাত্রদল কিভাবে তাদেরকে মেনে নেবে।’

উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ব্যক্তিস্বার্থ হাসিল করতে ছাত্রদলের এ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে উপজেলার ১০টি ইউনিটের মধ্যে ৭টি ইউনিটের নেতাকর্মীকে বাদ দেয়া হয়েছে। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাত্রদলের নতুন আহবায়ক ধানের শীষের বিরোধিতা করে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে প্রচারণা করেছেন। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারীসহ নানা অভিযোগ রয়েছে। যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উপজেলা ছাত্রদলের বির্তকিত কমিটি বাতিল করে ত্যাগীদের নিয়ে কমিটি ঘোষণা করতে তিনি দাবি জানিয়েছেন।’

এ ব্যাপারে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন বলেন, ‘ছাত্রদল বড় সংগঠন। জকিগঞ্জ উপজেলায় যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, তা দীর্ঘ যাচাই-বাছাইয়ের পর দেওয়া হয়েছে। এখানে আমরা সবাইকে রাখতে পারিনি। এ জন্য পদবঞ্চিত হয়ে কিছু নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন অভিযোগ করছেন।’

সিলেটভিউ২৪ডটকম/১৫ সেপ্টেম্বর ২০২০/হাছিব/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন