আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

শাহপরাণ থানাপুলিশের উদ্যোগে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-১৭ ১৮:২৩:২৯

সিলেট :: ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সারাদেশের ন্যায় সিলেটেও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরই ধারবাহিকতায় এসএমপির শাহপরাণ থানাপুলিশের উদ্যোগে শনিবার (১৭ অক্টোবর) নগরীর শিবগঞ্জস্থ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. এলাইছ মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তনুশ্রী ভৌমিকের পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন শাহপরান (রহঃ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহা. আবদুল কাইয়ুম চৌধুরী।

বক্তব্য রাখেন টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লি অধ্যাপক সৈয়দ মকসুদ আলী, টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক সমর উদ্দিন মানিক, শিবগঞ্জ বাজার কমিটির সদস্য আবদুল মোক্তাদির জুবের, হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সালমা বেগম, সিনিয়র শিক্ষক নুরুন্নাবার চৌধুরী, সহকারি শিক্ষক মোহাঃ হাবিবুর রহমান, ২০নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ক্যাম্পের সভাপতি এনায়েতুল বারী মুর্শেদ, হাতিমবাগ সমবেত যুব সংঘের সিনিয়র সদস্য মুহিবুস সালাম রিজভী ও সিডিসি নেত্রী সালেহা বেগম প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম / ১৭ অক্টোবর, ২০২০ / প্রেবি / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন