আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

মিথ্যাকে পরাজিত করে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে: বদরুল ইসলাম শোয়েব

গোলাপগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৬ ০০:৫৬:০১

সিলেট:: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, শারদীয় দুর্গাপূজা শুধু অমঙ্গলকে পরাজিত করে সমাজে শুধু কল্যাণ প্রতিষ্ঠা করে না, সকল শ্রেণি-পেশার মানুষের অসাম্প্রদায়িক চিন্তা চেতনার মধ্য দিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধন তৈরি করে। 


রবিবার (২৫ অক্টোবর) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনাকে উর্ধ্বে তুলে ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের সৃষ্টি। এই চেতনা ও মুল্যবোধের ধারাকে অব্যাহত রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল সূচকের উন্নয়ন ঘটিয়ে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। 

মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে মিথ্যাকে পরাজিত করে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য সকলের প্রতি আহবান জানান শোয়েব। 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রনেতা হোসেন আহমদ, মনোজ কান্তি দে, দুলাল সেন, বিদ্যুৎ ভূষণ দে, মিটুন দে, বিমলেন্দু ভট্টাচার্য, উজ্জ্বল দেব, লিটন বিশ্বাস, প্রতাপ চন্দ্র, বিশ্বজিৎ দেব, ফারহান মাসুদ আফছর ও আমিরুল ইসলাম প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ ২৬ অক্টোবর ২০২০/ পিডি/ কেআরএস

শেয়ার করুন

আপনার মতামত দিন