আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সরকারের উন্নয়ন জনগণের কাছে তুলে ধরতে হবে: মন্ত্রী ইমরান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৯ ২১:২৪:১১

এম.এ.মতিন, গোয়াইনঘাট ::  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, দেশব্যাপী সরকারের চলমান উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে হবে। ভিশন-২০২১ ও ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে সরকারকে সহযোগিতা করতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের আন্তরিকতার পরিচয় দিতে হবে। বিশেষ করে মাদকের ভয়াবহতা সম্পর্কে প্রচার, ট্রাফিক আইন, বাল্যবিবাহ ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম প্রতিরোধে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের পাশে থাকতে হবে। উন্নয়নের অগ্রযাত্রায়  বর্তমান সরকারের বিশাল কর্মযজ্ঞ দেশব্যাপী প্রচারে সংগঠনের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।   
 
তিনি বৃহস্পতিবার বিকাল ৩টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্থর ও উদ্বোধনী অনুষ্টানে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।   

এ সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব।  

উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ,মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, সিলেটের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলমগীর হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রতন লাল সাহা, উপসহকারী প্রকৌশলী মোঃ ইউনুস আলী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসলম, সহসভাপতি মো. গোলাপ মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার,পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা,সামছুল আলম,দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামীম, এম নিজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, আমিনুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এম,নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক আহমেদ মোস্তকিন,আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, আফাজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ ২৯ অক্টোবর ২০২০/ জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন