আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে কমছে তাপমাত্রা, আসছে শীত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-২১ ১২:২৬:৪৬

ছবি : মোজাম্মেল হক

নিজস্ব প্রতিবেদক : পঞ্জিকার হিসেবে শীত নামতে এখনো একমাস দেরি। তবে সকালে কুয়াশার চাদর দেখলেই বুঝা যায় দিন গুনে শীত আসে না। শহরের বাইরেতো শীত রীতিমতো ঝেঁকে বসেছে বলা যায়। এই শীত কারো কাছে উপভোগ্য আবার কারো কাছে বিপদের। কার্তিক ও অগ্রহায়ণ এই ‍দুমাস হেমন্তকাল। এই সময়ে হিমেল হাওয়ার পরশ, সূর্যের মিষ্টি আলো আর নীল আকাশ মুগ্ধতা ছড়ানোর কথা। কিন্তু প্রকৃতিতে যেন এর ছিটেফোটাও নেই। আকাশও মেঘাচ্ছন্ন।

তবে সিলেটে হালকা বৃষ্টি হওয়ার সম্ভবনা থাকলেও ঝেঁকে আসছে শীত। সেই সাথে কমতে শুরু করেছে তাপমাত্রা। শনিবার (২১ নভেম্বর) তাপমাত্র প্রায় ১৮ ডিগ্রী সেলসিয়াসে থাকলেও আগামী রবিবার (২৩ নভেম্বর) তাপমাত্রা ১৪ ডিগ্রী সেলসিয়াসের নীচে আসতে পারে।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।  সিলেটের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি না হওয়ার সম্ভবনা খুবই বেশী। বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে শীত আসার কথা থাকলেও এবার নভেম্বরের শেষের দিকে ঝেঁকে আসছে শীত। তাপমাত্রও কমতে শুরু করছে।



সিলেট ভিউ ২৪ ডটকম/ ২১ নভেম্বর ২০২০/পিটি

শেয়ার করুন

আপনার মতামত দিন