আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

জৈন্তাপুরে বিদ্যুৎ কেড়ে নিলো হোটেল শ্রমিকের প্রাণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-৩০ ১৮:০২:৪১

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরের বাস স্টেশনে।

নিহতের নাম হাসান আহমদ (২৮) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার রাজনপুর গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসান আহমদ বাস স্টেশনস্থ আতিক ডাক্তারের বিল্ডিং-এ রুম ভাড়া করে থাকে। সকাল ১১টায় গোসল করে কাপড় রোদে দেওয়ার জন্য বিল্ডিং এর ৩ তলার ছাদে যায়। সেখানে বিদ্যুৎ এর ৩৩ হাজার কেভির একটি মেইন লাইনের সাথে সে জড়িয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে সেখান থেকে ছিটকে পড়ে সিলেট তামাবিল মহাসড়কে।

তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হাসান আহমদ ও তার বড় ভাই জাবেদ আহমদ জৈন্তা রেস্টুরেন্টে কাজ করতেন বলে জানা গেছে।


সিলেটভিউ২৪ডটকম / ৩০ নভেম্বর ২০২০ / হানিফ / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন