আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-১৭ ১৬:১৮:০৭

সিলেট :: সুনামগঞ্জে ধর্মপাশা উপজেলার পিকে বাড়ী নিবাসী আব্দুল হান্নান পিকের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার দিবাগত রাত ৩.৩০ মিনিটি তিনি ৭৭ বৎসর বয়সে নগরীর চালিবন্দরস্থ তাঁর ছেলেদের বাসায় ইন্তেকাল করেন। (ইন্নালিল­াহ-----রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভোগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার (১৭ জানুয়ারি) দুপুরে নগরীর চালিবন্দর জামে মসজিদে যোহরের নামাজ শেষে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পরিদর্শক কামরুল হুদা নাঈমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএইচএম মাহফুজুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কামান্ডের কমান্ডার সুব্রত চক্রবর্ত্তী জুয়েল, মুরুব্বি আব্দুল মজিদ তরফদার, মো. আমির আলী, মো. জাহাঙ্গীর, আব্দুল বাসিত, জেলা আওয়ামী লীগের সদস্য রাহাত তরফদার, মো. ছালিকুর রহমান, সিলেট সামিজক ছাত্র আন্দোলনের সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন টিপু।

এরপর বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে নগরীর মানিকপীর কবরস্থানে সমাহিত করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৫

শেয়ার করুন

আপনার মতামত দিন