আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সাইক্লোন সদস্যদের ভূমিকা রাখতে হবে’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-১৮ ২২:৪৯:৫৭

সিলেট :: বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ও সামাজিক সংগঠন সাইক্লোন, সিলেট-এর সভাপতি জাবেদ আহমদ বলেছেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সাইক্লোন সদস্যদের স্ব স্ব অবস্থানে থেকে ভূমিকা রাখতে। তিনি সাইক্লোন লেখক ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি হতে দেশ বিদেশে অবস্থানরত সাইক্লোন পরিবারের সদস্যদের অনুরোধ করেন। ১৮ জানুয়ারি সোমবার বিকালে চার দশকের পুরনো সমাজসেবা অধিদপ্তরের রেজিস্টার্ড সামাজিক সংগঠন সাইক্লোন, সিলেট এর নতুন কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে জাবেদ আহমদ এ কথা বলেন।

সভায় গৃহীত প্রস্তাবে সাইক্লোন লেখক ট্রাস্টের ট্রাস্টি সংগ্রহে কার্যকরী পরিষদের সকলকে ভূমিকা রাখার আহবান জানানো হয়। সভায় আগামী ২৫ জানুয়ারি হতে প্রতি সোমবার বিকাল ৫টায় সিটি সেন্টার সিফডিয়া মিলনায়তনে সাইক্লোনের সাহিত্য আসর স্বাস্থ্য বিধি মেনে পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়। অপর এক প্রস্তাবে ফেব্রুয়ারি মাসে গরীব শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণের সিদ্ধান্ত সভায় নেয়া হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়না ও সাইক্লোন এর প্রাক্তন সহসভাপতি ও নির্বাহী কমিটির সদস্য মুক্তা বেগমের স্বামী কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজার সাদেকুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

সাইক্লোন, সিলেট এর সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপনের পরিচালনায় সভায় আলোচনায় অংশ নেন প্রাক্তন সভাপতি গল্পকার সেলিম আউয়াল, লেখক মোয়াজ আফসার, নির্বাহী সদস্য সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, পরিচালকঃঅর্থ- আব্দুল বাতিন ফয়সল, পরিচালকঃ প্রচার ও প্রকাশনা- নূরুল হুদা চৌধুরী কয়েস, পরিচালকঃ শিক্ষা বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পরেশ চন্দ্র দেবনাথ, পরিচালকঃসাহিত্য- কবি নাঈমা চৌধুরী, নির্বাহী সদস্য ঔপন্যাসিক আলেয়া রহমান প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম / প্রেবি / ডালিম-৮

শেয়ার করুন

আপনার মতামত দিন