আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

দক্ষিণ সুরমার কামালবাজারে বিট পুলিশিং সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২৬ ২৩:২০:০৯

সিলেট :: সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন কামালবাজার ৩০নং বিট পুলিশের উদ্যোগে উগ্রবাদ, মাদক ও নারীর প্রতি সহিষ্ণুতা প্রতিরোধ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে কামালবাজারের একটি কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য প্রবাসী এম এ হাসিমের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম।

কামলবাজার ফাঁড়ি ইনচার্জ সাইদুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১০নং কামলবাজার ইউনিয়নের প্রশাসক তম্ময় আদিত্ব ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনওয়ার আলী।

আইডিয়ার প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুদীপ্ত চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মো. খলিলুর রহমান, আকরামুল হক, শফিক আহমদ, খালেদ আহমদ, প্রবাসী মকবুল হোসেন ও ডা. উস্তার আলী প্রমুখ।

এছাড়াও এলাকার সর্বস্তরের লোকজন সভায় উপস্থিত ছিলেন।  


সিলেটভিউ২৪ডটকম / প্রেবি / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন