আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৭ ১৪:৩৭:৪৫

সিলেট :  ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা কমিটির উদ্যোগে সিলেট জেলা কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পার্টির সিলেট জেলা কমিটির সংগ্রামী সভাপতি কমরেড হাবিবুল ইসলাম খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা সঞ্চালনা করেন পার্টির সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন সুমন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার কমরেড অনিরুদ্ধ দাস অঞ্জন। আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন কমরেড ডা. বীরেন্দ্র চন্দ্র দেব, সাথী রহমান, আনিসুর রহমান, এনায়েত হাসান মানিক, তুহিন কান্তি ধর, নিরঞ্জন দাস খোকন, দেবব্রত পাল মিন্টু, রজত চৌধুরী, সন্দীপ দেব প্রমুখ।  

সভায় বক্তারা বলেন, আজ যখন পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছে তখন পার্টির ছয়জন সংগ্রামী সদস্য কারাগারে। ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করার নামান্তর। আসলে বাম রাজনীতির উত্থানে সরকার ভীত হয়ে পড়েছে। তাই যেনোতেনো উপায়ে অগণতান্ত্রিকভাবে গদি রক্ষার জন্য তারা মরিয়া প্রচেষ্ঠা চালাচ্ছে। কিন্তু তারা এটা জানে না যে, দমন-পীড়ন-নির্যাতন আর জেল-জুলুমের মাধ্যমে মেহনতি জনতার মুক্তির লক্ষ্যে কমিউনিস্টদের আন্দোলন-সংগ্রাম দমিয়ে রাখা যায় না। জনগণ আজ জেগে উঠছে। বিশ্বব্যাপি কমিউনিস্ট আন্দোলন ক্রমশ জোরদার হচ্ছে। কোনো অপশক্তিই জনতার এ আন্দোলন নস্যাত করতে পারবে না।


সিলেট ভিউ ২৪ ডটকম/পিটি-২৩

শেয়ার করুন

আপনার মতামত দিন