আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

কানাইঘাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৮ ১৯:১৭:৩৩

কানাইঘাট প্রতিনিধি :: ‘করোনা কালে নারী নেতৃত্বে গড়বে নতুন সমতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কানাইঘাটে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানার সভাপতিত্বে ও সূচনা প্রকল্পের মাঠ কর্মকর্তা এনামুল হকের পরিচালনায় নারী দিবসের সভায় বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সমিত্র কর্মকার, দক্ষিন বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুন নূর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সূচনা প্রকল্পের উপজেলা কো-অডির্নেটর শামীম আহমদ, মহিলা বিষয়ক অফিস সহকারী কবির আহমদ, নারীকর্মী সুলতানা বেগম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, রাষ্ট্রের সব জায়গায় নারীর ব্যাপক ক্ষমতায়ন হলেও এখনো সমাজে নারীরা তাদের অধিকারের ব্যাপারে সৌচার না থাকার কারনে নানা ভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। তবে বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে বিভিন্ন যুগান্তকারী প্রদক্ষেপ গ্রহন করার কারনে নারীরা অর্থনৈতিক ভাবে সাবলম্বী হচ্ছেন এবং সব জায়গায় নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে যাচ্ছেন।


সিলেটভিউ২৪ডটকম/এমআর/এসডি-২১

শেয়ার করুন

আপনার মতামত দিন