আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

দক্ষিণ সুরমায় কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-০৭ ২১:১৬:৩৮

সিলেট :: দক্ষিণ সুরমা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে ধান কাটার কম্বাইন্ড হারভেস্টার বুধবার বিতরণ করা হয়েছে।

প্রতিটি কম্বাইন্ড হারভেস্টারের দাম ৩০ লক্ষ ৫০ হাজার টাকা। প্রতিটি কম্বাইন্ড হারভেস্টারে ১৯ লক্ষ ৬০ হাজার টাকা সরকার ভর্তুকি দিচ্ছে এবং অবশিষ্ট টাকা কৃষক পরিশোধ করছেন।

কৃষক আশরাফুল ইসলাম সুমন ও গকুল রঞ্জন দত্ত’র কাছে মেশিন দুটি হস্তান্তর করা হয়। প্রতিটি কম্বাইন্ড হারভেস্টার ঘন্টায় তিন একর জমির ধান কেটে গোলা ধান বস্তায় ঢোকাতে সক্ষম।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল মোমিন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, একে এম মাহমুদ উল্লা প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-৯

শেয়ার করুন

আপনার মতামত দিন