আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটের পুলিশকে যে নির্দেশ দিলেন আইজিপি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১৪ ০৩:০৭:২৭

নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল আলোচনা সভা করেছে পুলিশের আইজিপি বেনজির আহমেদ। মঙ্গলবার বিকেল ৩টায় তিনি জুম অ্যাপসের মাধ্যমে এসএমপি কর্মকর্তাদের সাথে কথা বলেন।

এসময় তিনি লকডাউন নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। সভায় আইজিপি বেনজির আহমদ আজ থেকে শুরু হওয়া লকডাউনে সকল পুলিশ সদস্যদের কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে সরকার ঘোষিত বিধিনিষেধসমুহ জনসাধারণ কর্তৃক আইনানুগভাবে প্রতিপালনে সচেষ্ট থাকার নির্দেশ দেন। এছাড়া প্রয়োজনীয় ক্ষেত্রে জেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের সাথে সমন্বয় করা, চেকপোষ্ট স্থাপন করা, পুলিশ সদস্যদেরকে পেশাদারিত্ব, সহিষ্ণুতা ও আন্তরিকতার সাথে মানবিক পুলিশিং করারও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় আইজিপি জনসাধারণকে জরুরী যাতায়াতে মুভমেন্ট পাস অ্যাপস ব্যবহার করারও আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন এসএমপির সম্মানিত পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মো. শফিকুল ইসলাম প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ শাদিআচৌ-০২

শেয়ার করুন

আপনার মতামত দিন