আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে সম্মিলিত সাংস্কৃতিক জোটের গানে মুজিব-কবিতায় মুজিব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-১০ ২০:১৭:২৩

সিলেট ::  বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট’র স্মরণানুষ্ঠান গানে মুজিব কবিতায় মুজিব সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার মঞ্চে অনুষ্ঠিত হয়।

বিকেল ৩টায় অনুষ্ঠানের উদ্ভোধন ঘোষণা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট’র সভাপতি জয়নাল আবেদীন জুয়েল।

গানে কাবিতায় মুজিব স্বরণে অংশ নেন, প্রিন্স সদরুজ্জামান, মুহিব আলী, বিরহী কালা মিয়া, সুকোমল সেন, বিরহী লাল মিয়া, সিরাজ আনোয়ার, জামাল আহম্মদ, শ্যামল কান্তি সোম, মোহাম্মদ বাদশা গাজী, ফকির মাহবুব মোর্শেদ, ডি কে জয়ন্ত, জামাল চৌধুরী, এম এম শরীফুল আলম তুহিন, এম এইচ নিজাম, নিলুফা সুলতানা লিপি, শাহারুল রেজা, বাবুল বৈদ্য, সৌরভ সোহেল, সৈয়দ মুত্তাকিম আলী, পৌষি তালুকদার, সাবিনা আনোয়ার রোজিনা, কলতান সঙ্গীত নিকেতন সিলেট, ধ্রুবতারা শিল্পী গোষ্ঠি, দোতারা সঙ্গীত একাডেমী, নোলক কালচারাল একাডেমী, ছড়া পরিষদ, অধরা আবৃত্তি পরিষদ, তানপুরা শিল্পী গোষ্ঠি, শ্যামল বন শিল্পী গোষ্ঠি, ছড়া শৈলী প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১০জানুয়ারি২০১৭/প্রেবি/এমইউএ

শেয়ার করুন

আপনার মতামত দিন