আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বদ আমলের শাস্তি জাহান্নাম, জান্নাতে নেওয়ার ক্ষমতা পীরের নেই: চরমোনাই

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-১০ ২১:০৩:৫০

সিলেট:: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, কারো বদ আমলকে নেক আমলে পরিণত করার ক্ষমতা পীরের নেই। পীর অর্থ গুরু, দীনের শিক্ষক। মানুষকে ভালো-মন্দ বিষয়ে সর্তক করাই তার কাজ। বদ আমলের শাস্তি জাহান্নাম, জান্নাতে নেওয়ার ক্ষমতা কোনো পীরেরও নেই।


পীরে কামেল চরমোনাই ১০ জানুয়ারী মঙ্গলবার বাদ মাগরিব সিলেট সদর উপজেলার বাংলাদেশ মুজাহিদ কমিটি শাহপরাণ থানা শাখা আয়োজিত বটেশ^র বাজার পিউলী সুপার মার্কেটের সামনে বিশাল এক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহ পরাণ থানা সভাপতি মাওলানা হাফিজ শরীফ আহমদের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজির বাজার মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী। আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে বক্তব্য রাখেন মুজাহিদ কমিটি সিলেট বিভাগের ইমাম কাম অডিটর মাওলানা রেজওয়ানুল হক রাজু চৌধুরী, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের প্রশিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক, ছিরামপুর মাদরাসার মুহতামিম মাওলানা সাঈদ আহমদ, ইসলাহুল হাতুরা মাদরাসার মুহতামিম ক্বারী মিজানুর রহমান, মোকামেরগুল জামে মসজিদের ইমাম ও খতীব হাফিজ মাওলানা কাওছার আলম খান।

সিলেটভিউ২৪ডটকম/১০জানুয়ারি,২০১৭/প্রেবি/এমকেএম

শেয়ার করুন

আপনার মতামত দিন