আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সালাফীদের অপতৎপরতা মুসলিম সমাজকে বিভক্ত করছে: মুফতি গিয়াস

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-১১ ২০:০২:১১

সিলেট:: আনজুমানে আল ইসলাহের স্থায়ী কমিটির সদস্য মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী  বলেছেন, গোটা পৃথিবীতে আজ মুসলিম রাষ্ট্রগুলো ব্যক্তিগত দ্বন্দ্বের কারনে ইহুদি-খৃষ্টান কর্তৃক নির্যাতিত হচ্ছে। এর মৌলিক কারণ মুসলমানদের মধ্যে বিভক্তি। এ বিভক্তির অন্যতম প্রধান কারণ সালাফী লা মাযহাবীদের অপতৎপরতা।

আদর্শবাদী শান্তির ধর্ম ইসলাম প্রিয় মানুষদের তারা আজ মগজ ধোলাই দিয়ে জঙ্গিবাদের দিকে নিয়ে যাচ্ছে। পূর্বসূরি প্রসিদ্ধ উলামাদের পথভ্রষ্ট ফতোয়া দিয়ে নিজেদের ব্যক্তিগত মতবাদকে সমাজে প্রতিষ্ঠিত করতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের এই সমস্ত অপতৎপরতার বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের জোর হস্তে ও লিখনীর মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি  বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২৫নং ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত কায়স্থরাইল উচ্চ বিদ্যালয় মাঠে ৫ম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা মুফতি আবু নছর জিহাদী, ড. মাওলানা মুর্শেদ আলম সালেহী, মাওলানা আজিজুর রহমান, তালামীযে ইসলামিয়ার সাবেক সভাপতি মাওলানা মুফতি বেলাল আহমদ।
 
মোঃ নিজাম উদ্দিন ও আলহাজ্ব ছালিক মিয়া সাহেবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর তালামীযের সভাপতি এনাম উদ্দিন আহমদ, অফিস সম্পাদক শেখ মনোয়ার হোসেন, সহ অফিস সম্পাদক মারুফ আহমদ, আজাদ হোসেন, ছালেহ আহমদ, বিলাল আহমদ, তায়েফ আহমদ, আরিফ হাসান সামাদ, সাইফুল ইসলাম প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১১জানুয়ারি,২০১৭/এমকেএম

শেয়ার করুন

আপনার মতামত দিন