আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে আবৃত্তি সংগঠন উর্বশী'র রজত জয়ন্তি উৎসব উদযাপন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৫-১৯ ২১:২৯:৫৭

সিলেট :: সিলেটের আবৃত্তি সংগঠন উর্বশী'র রজত জয়ন্তি উৎসব উদযাপিত হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর কবি নজরুল অডিটরিয়ামে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে  উৎসবের উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোকাদ্দেস বাবুল, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিবসহ অন্যান্যরা।

এরপর আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আবৃত্তিচর্চার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে দেশপ্রেম আর সাম্যের বানী ছড়িয়ে দিতে পারলে শান্তি-সম্প্রীতির স্বদেশ গড়ে তোলা সম্ভব।

আলোচনা শেষে একক, দলীয় আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন উর্বশীর শিল্পীরা।

সিলেটভিউ২৪ডটকম/১৯ মে ২০১৭/প্রেবি/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন