আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

দৈনিক সিলেটের ডাক’র ডিক্লারেশন বাতিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৬-১৮ ১৬:৩৮:৩৩

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের স্থানীয় দৈনিক সিলেটের ডাক’র ডিক্লারেশন বাতিল করা হয়েছে। আজ রবিবার শিল্পপতি রাগীব আলীর মালিকানাধীন এ পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করা হয়। ডিক্লারেশন বাতিল হওয়ায় এখন থেকে সিলেটের ডাক পত্রিকাটি প্রকাশ করা যাবে না।

বিষয়টি সিলেটভিউ২৪ডটকমকে নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার।

তিনি জানান, হাইকোর্ট থেকে এক ব্যক্তি উকিল নোটিশ পাঠিয়েছেন। এর প্রেক্ষিতে পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করা হয়েছে।

এদিকে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী জানান, সিলেটের ডাক পত্রিকার প্রকাশক রাগীব আলী সাজাপ্রাপ্ত হওয়ায় পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করা হয়েছে। আইনত, প্রকাশক সাজাপ্রাপ্ত হলে পত্রিকার ডিক্লারেশন বাতিল হয়ে যায়। ডিক্লারেশন বাতিলের বিষয়টি সিলেটের ডাক পত্রিকার কার্যালয়ে জানানো হয়েছে।

প্রসঙ্গত, সিলেটের তারাপুর চা বাগান দখল ও জালিয়াতির ঘটনায় রাগীব আলী ও তার ছেলে আবদুল হাই সাজাপ্রাপ্ত হয়েছেন। বর্তমানে তারা সিলেট কারাগারে বন্দী রয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/১৮ জুন ২০১৭/শাদিআচৌ/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন