আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

ওসমানী মেডিকেলে জাপানিজ এনকেফালাইটিস বিষয়ক সেমিনার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৬-১৯ ১৬:১০:৫৯

সিলেট :: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও সিভিল সার্জন অফিস কর্তৃক আয়োজিত  জাপানিজ এনকেফালাইটিস বিষয়ক সেমিনার সোমবার সিওমেক এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এ সেমিনারটি পর্যায়ক্রমে আগামী ২২মে পর্যন্ত ৪টি মেডিকেলে অব্যহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ. কে. মাহবুবুল হক।

সেমিনারের কো-অরডিনেটর সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. দেবপ্রদ রায়, নিওরোলজি বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান ডা. মতিউর রহমান, সহযোগী অধ্যাপক ডা. শিশির চক্রবর্তী, ডেপুটি সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ।
 
বক্তব্য রাখেন- সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহমদ সিরাজুল মুনীর (রাহিল), সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাইনুদ্দিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. আজাদ রহমানী, ডা. মুহিবুল কাশেম প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৯ জুন ২০১৭/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন