আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

মির্জা ফখরুলের গাড়িতে হামলা: সিলেটে ছাত্রদলের বিক্ষোভ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৬-১৯ ১৬:৩০:৪৫

সিলেট :: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ত্রাণ সামগ্রী বহনকারী গাড়িবহরে আওয়ামী সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সোমবার দুপুরে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলটি রিকাবীবাজার থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মত একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং ত্রাণ সামগ্রী বহনকারী গাড়িবহরে হামলা আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াপনার পরিচয়।’

বক্তারা বলেন, ‘দুর্যোগকালীন সময়ে অসহায়, ক্ষুধার্ত, ফিলিস্তিনীদের ত্রাণবহরে হামলা করে ইসরাইলের ইহুদী সরকার আর পার্বত্য চট্টগ্রামে অসহায়, ক্ষুধার্ত পাহাড়ের অধিবাসীদের ত্রাণবহরে হামলা করে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার।’

বক্তারা বিএনপি মহাসচিব ও ত্রাণসামগ্রী বহনকৃত গাড়িবহরে হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যথায় ‘সময়মতো সমূচিত জবাব দেওয়া হবে’ বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

মহানগর ছাত্রদলের সাবেক সদস্য শাহ আলম আলী ও জেলা ছাত্রদলের সদস্য হেলাল আহমদ মাসুমের যৌথ পরিচালনায় চৌহাট্টা পয়েন্টে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন, সিলেট ল’ কলেজ ছাত্রদল নেতা মুহিবুর রহমান লিটন, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য আশরাফ উদ্দিন রাজিব, ৭নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক কামাল আহমদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তানিমুল ইসলাম তানিম,  জেলা ছাত্রদলের সদস্য জুবের আহমদ, জেলা সদস্য ছদরুল ইসলাম লোকমান, সহ মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম সাজু, জেলা সদস্য এস এম ফখরুল ইসলম, শাহ খুররুম ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি এস কে শাহীন, এমসি কলেজ ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন ইমরান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা নাহিদ আহমদ, মহানগর ছাত্রদলের সদস্য সৈয়দ মিনহাজ, জেলা সদস্য সুমন ইসলাম, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সজিবুর রহমান, পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, লায়েক আহমদ, জেলা সদস্য এস এম তাফহিম, জেলা সদস্য জুনায়েদ আহমদ, রাজু আহমদ অপু, শফিকুল হক শামীম, ফয়সল আহমদ, রুহুল আমীন, এনাম আহমদ, মোস্তাক আহমদ, জাবেদ হাসান, তোফায়েল আহমদ, আল আমীন, পাবেল আহমদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৯ জুন ২০১৭/ প্রেবি/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন