আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

বিপদসীমার উপর দিয়ে বইছে খোয়াই নদীর পানি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৬-১৯ ২১:৪৪:২৮

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রমযান মাসের একটানা বৃষ্টিতে ফের আতঙ্কে দিন কাটাচ্ছেন হবিগঞ্জবাসী।

সোমবার দুপুর থেকে রাত পযর্ন্ত খোয়াই নদী  চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে বিপদসীমার ২০০ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও জেলা শহরের উপর দিয়ে খোয়াই নদীতে ১২০ সেঃমিঃ উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

 খোজ নিয়ে জানা যায়,খোয়াই নদীতে পানির স্রোত অনেক বেশি, টানা বর্ষণে ভারত থেকে পানি প্রবেশের গতি যদি একই রকম থাকে তাহলে আতঙ্কের বিষয়।

স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া এলাকায় খোয়াই নদীর বাঁধ দুর্বল রয়েছে। এছাড়াও শায়েস্তাগঞ্জ থানার আলাপুর গ্রামের পাশ দিয়ে খোয়াই নদী ভাঙ্গনের সম্ভবনা দেখছে এলাকাবাসী।

এদিকে জেলা শহরে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করে দেয়া হচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম/১৯ জুন ২০১৭/এসএইচডি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন