আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

এজিআইসিও’র ব্যবস্থাপনায় ডিসিডব্লিউএ’র এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৬-২০ ০১:৩০:১২

সিলেট :: আল গণি ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশন (এজিআইসিও) ইউকে’র ব্যবস্থাপনায় ডিপ্রাইভড্ চাইল্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন (ডিসিডব্লিউএ)’র উদ্যোগে সোমবার (১৯ জুন) সিলেট নগরীর মিরাবাজার রায়নগর রাজবাড়ীস্থ সরকারী শিশু পরিবার বালিকায় এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলে প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, মৌলভীবাজার জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আলী হায়দার ভূঁইয়া, সরকারী শিশু পরিবার বালিকার উপ তত্ত্বাবধায়ক জাহানারা বেগম।

রাজনীতিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য রিহাদুল হাসান রুহেল, মহানগর ছাত্রদলের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য নজমুল ইসলাম ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা আতাউর রহমান আতা, বর্তমান সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম।

বিশিষ্টজনদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, মহাপরিচালক ইব্রাহীম আহমদ জেসি, সমাজ সেবক আহমদুর রহমান (হিনু), হেক্সাস জিন্দাবাজার শাখার পরিচালক সুলতান আহমদ।

ডিসিডব্লিউএ’র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আহবায়ক মো. ফয়েজুল হাসান ফারহান, প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব মো. নাঈমুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, সদস্য শামসুদ্দিন শুভ, সাকিব আহমেদ, তাওহীদ আহমদ, নাঈম হোসেন, আরিফুর রহমান, আমিনুল ইসলাম, মেহরাব হোসেন, আফজাল হোসেন, হাবিবুর রহমান নোমান, বদরুল আমিন মুরাদ, জামিল মাহমুদ আব্দুল্লাহ, শিমুল আহমদ।

আরো উপস্থিত ছিলেন, তামিম আহমদ, বখতিয়ার হোসেন, শিপলু চৌধুরী, জান্নাতুল ফেরদৌস রেশমা, সালেহ আহমদ, সুমন চন্দ্র দাস, কৃষ্ণ চন্দ্র, সুনীল দাস, মাছুম আহমদ, বিলাল আহমদ, নোমান আহমদ, সেবুল আহমদ, মুন্না আহমদ, সুমন আহমদ, লালন আহমদ, মাহিন আহমদ, শহীদ আহমেদ, হেলাল আহমদ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সদস্য হাফিজ সাজ্জাদ আহমদ।

সিলেটভিউ২৪ডটকম/২০ জুন ২০১৭/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন