আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে বন্ধ হচ্ছে ন্যায্য মুল্যে ঔষধ বিক্রি!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৭-১৬ ০০:০৩:০৬

নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলায় বন্ধ হয়ে যাচ্ছে ন্যায্য মুল্যে ঔষধ বিক্রি। ফলে সিলেটের ফার্মেসী গুলো থেকে ঔষধ কিনে আর ডিসকাউন্ট পাবেন না সাধারণ জনগণ।

শনিবার বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সিলেট শাখার উদ্যোগে ঔষধ ব্যবসায় বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেন। এ সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলার বিভিন্ন ফার্মেসীর মালিক ও সংশ্লিষ্টরা।

সভায় বক্তারা সরকার নির্ধারিত এমআরপি-তে ঔষধ বিক্রির জন্য খুচরা ঔষধ বিক্রেতাদের প্রতি আহবান জানান। ডিসকাউন্ট দিয়ে ঔষধ বিক্রি বন্ধ করা ও যে সব দোকানে ডিসকাউন্ট এর সাইন বোর্ড লাগানো আছে তা, আগামী ৭ দিনের মধ্যে খুলে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া সভায় নকল, ভেজাল ও নিষিদ্ধ ঔষধ বিক্রি না করার সিদ্ধান্ত গৃহিত হয় এবং লাইসেন্স বিহীন ঔষধের দোকানে ঔষধ সরবরাহ না করার জন্য ঔষধ কোম্পনীর কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

সিলেটভিউ২৪ডটকম/১৬ জুলাই ২০১৭/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন