আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

গোলাপগঞ্জে করিম উল­াহ মার্কেট ব্যবসায়ী সমিতির ত্রাণ বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৭-১৬ ১৬:০০:১০

সিলেট ::  গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের বন্যা দুর্গত এলাকার বিভিন্ন স্থানে করিম উল­াহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে শনিবার ত্রাণ বিতরন করা হয়। করিমউল­াহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো: কাউছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ পাভেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও টানা বৃষ্টিপাতের কারনে সিলেটের গোলাপগঞ্জসহ বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় বন্যার্তদের খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসার জন্য নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারই প্রেক্ষিতে করিমউল­াহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি যে  মহৎ উদ্যোগ নিয়ে বন্যায় দুর্গত মানুষের পাশে দাড়িয়েছেন। তা নিশ্চয় প্রশংসার দাবিদার। যদি এ ধরণের উদ্যোগ নিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন তাদের মতো এগিয়ে আসে তাহলে কিছুটা হলেও সহযোগিতা পাবে এ দুর্গত মানুষগুলো। তাই প্রতিটি মানুষের এ ধরণের কল্যাণমূলক কাজে এগিয়ে আসা উচিত। তিনি আরো বলেন, বর্তমান সরকার বন্যার্থদের প্রতি গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সামাজিক সংগঠন সহ বিত্তবান মানুষ যদি বন্যার্থদের মধ্যে এগিয়ে আসে তাহলে তারা উপকৃত হবে।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন করিম উল­াহ মার্কেটের স্বত্ত¡াধিকারী ছানা উল­াহ ফাহিম, আতা উল­াহ সাকের, শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মুহিত হিরা, মার্কেট কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি মারুফ আহমদ চৌধুরী, সহ সভাপতি মোঃ জাকারিয়া আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, গোবিন্দ চক্রবর্তী টিটু, সাংগঠনিক সম্পাদক মোঃ হিলাল আহমদ, অর্থ সম্পাদক মোঃ মাজেদুল আহমদ মিশু, আমিন আহমদ রাজু, মোঃ মুরাদুজ্জামান চৌধুরী, মোঃ এহসান আহমদ জাহেদ, মোঃ আব্দুল বাছিত, মোহাম্মদ ইয়াহহিয়া, মোঃ আবুল ফয়েজ, আবুল হারিছ, মোঃ জামাল মিয়া প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ ১৬ জুলাই ২০১৭/ প্রেবি/ এমইউএ

শেয়ার করুন

আপনার মতামত দিন