আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটের হয়ে মাঠ মাতাবেন অস্ট্রেলিয়ার ফকনার ও জাম্পা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৮-১৩ ০০:০২:২৮

সিলেট :: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হবে আগামী ২ নভেম্বর। এই আসরে অংশ নিবে সাতটি দল। বিপিএল শুরু হতে এখনও অনেক দেরি থাকলেও প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি ইতোমধ্যে দল গোছানোর অর্ধেক কাজ সেরে ফেলেছে।

সুরমা সিক্সার্স সিলেট তাদের অধিনায়ক করেছে নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। বিপিএলের ফেসবুক পেইজ সূত্রে জানা গেছে, অজি অলরাউন্ডার জেমস ফকনার এবং অজি স্পিনার অ্যাডাম জাম্পাও খেলতে চলেছেন সিলেটের হয়ে।

গত আসরে সিলেট নামে কোনও দল ছিল না। কিন্তু এবার তারা ফিরেছে। ‍শুধু তাই না। এবার বিপিএলের ম্যাচও অনুষ্ঠিত হতে চলেছে সিলেটে। সেখানে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

সিলেটের আইকন খেলোয়াড় হচ্ছেন সাব্বির রহমান। গত আসরে রাজশাহী কিংসের হয়ে খেলেছিলেন তিনি। সাব্বির ছাড়াও বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে পেসার আবুল হাসান রাজুকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে সিলেট। গত আসরে আবুল হাসান রাজুও রাজশাহী কিংসের হয়ে খেলেছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১৩ আগস্ট ২০১৭/ডেস্ক/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন