আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে বিডিনিউজ হ্যালোর শিশু সাংবাদিকদের কর্মশালা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৮-১৩ ১৮:৪৩:০১

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে শিশু সাংবাদিকতার উপর দুদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রোববার সকালে সিলেটের একটি অভিজাত হোটেলে কর্মশালার উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইউনিসেফ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সিলেট সিটি কর্পোরেশনসহ বিভিন্ন উপজেলার ২২ জন শিশু সাংবাদিক অংশ নেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন,পড়াশোনার বাইরে  নৈতিক শিক্ষা গ্রহণ ও মনের জানালা খুলে দিতে বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমের হ্যালো পথ দেখাতে সহায়ক ভুমিকা রাখবে। শিশুদের লেখাপড়ার ব্যস্ততা তাদের একগুয়ে বানিয়ে দিয়েছে। সেখান থেকে বাইরে এনে তাদের কথা বলার সুযোগ তৈরী করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ উদ্যোগ সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে শিশুদের যোগ্য ব্যক্তি হিসেবে তৈরীর দিক নির্দেশনা দেবে বলে মনে করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

কর্মশালার সমন্বয়কারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি মঞ্জুর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক মুজতবা হাকিম প্লেটো।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এনামুল হাবিব, সিলেটের সিনিয়র সাংবাদিক ও সময় টিভির সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির, দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল ও সিলেট জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভুঁইয়া প্রমুখ।

কর্মশালায় শিশুদের অধিকার, শিশু আইন, সাংবাদিকতার সহজপাঠ নিয়ে শিশুদের প্রশিক্ষণ দেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুারো প্রধান আল আজাদ, দৈনিক শুভ প্রতিদিনের প্রধান সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, সিলেট জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভুঁইয়া, সময় টেলিভিশনের সিনিয়র ক্যামেরাপার্সন দিগেন সিংহ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ ১৩ আগস্ট ২০১৭/ প্রেবি/ শাদিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন