আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

শেখ ফজিলাতুননেছা ফাজিল মাদরাসার বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীতে দোয়া মাহফিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৮-১৩ ১৮:৪৪:২৯

সিলেট :: সিলেটের ওসমানীনগর উপজেলার শেখ ফজিলাতুননেছা ফাজিল মাদরাসার উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল রবিবার সকালে মাদরাসা হল রুমে অনুষ্ঠিত হয়।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা শায়খুল ইসলামের সভাপতিত্বে প্রভাষক (বাংলা) মো. লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য এসেক্স আওয়ামীলীগের সহ সভাপতি ও যুক্তরাজ্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা সহ সভাপতি সাজ্জাদুর রহমান চৌধুরী।

সাজ্জাদুর রহমান চৌধুরী বলেন, ’৭১ এর পরাজিত শক্তি ও দেশীয় দোসর দালালেরা যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈপ্লবিক পদক্ষে দেখে দিশাহারা হয়ে যায়। তাই তারা পরিকল্পিতভাবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল সদস্যকে নৃশংসভাবে হত্য করে। ঐদিন ভাগ্যক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহনা প্রাণে বেঁচে যায়। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর পিতার আদর্শকে বুকে ধারণ করে বাংলার মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে কাজ কারে যাচ্ছে। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ওয়েজ আহমদ চৌধুরী।
মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আহমদ আলী হেলালী স্বাগত বক্তব্যের মধ্যে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ^নাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোছাদ্দেক হোসেন সাজ্জা, মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি মাওলানা কামরুল ইসলাম চৌধুরী, সদস্য হামিদুল হক চৌধুরী টুনু মিয়া।

বক্তব্য রাখেন আরবী প্রভাষক মাওলানা ওয়ারিছ উদ্দিন আল মামুন, সিনিয়র মৌলভী মাওলানা কামরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাষ্টার ছয়ফুল আহমদ, জুনিয়র শিক্ষক মশুদ মিয়া, ডিজিটাল গাইড লাইনের পরিচালক মোঃ মাজহারুল ইসলাম জুবেল, আলিম ১ম বর্ষের ছাত্র মোঃ রেদুয়ানুল আমিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাঠলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান, মো. আঙ্গুর মিয়া, বাংলাদেশ মিউজিক ইন্ডাস্টির গীতিকার গিয়াস সানি, বিশ^নাথ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. কামরান হোসেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৮ম শ্রেণির ছাত্র মো. ফুজায়েল ইসলাম। না’ত পরিবেশনা করেন ৫ম শ্রেণির ছাত্র বায়েজিদ আহমদ, সংগীত পরিবেশন করে আলিম ১ম বর্ষের ছাত্রী মোঃ আব্দুল ওয়াদুদ।

সিলেটভিউ২৪ডটকম/ ১৩ আগস্ট ২০১৭/ প্রেবি/ ইআ

শেয়ার করুন

আপনার মতামত দিন